Logo

সাহিত্য সংস্কৃতি    >>   তিথি নক্ষত্র অনুযায়ী পূজা - বিষয়ক ধর্মীয় আলোচনা “আপনার মতামত” ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

তিথি নক্ষত্র অনুযায়ী পূজা - বিষয়ক ধর্মীয় আলোচনা “আপনার মতামত” ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

তিথি নক্ষত্র অনুযায়ী পূজা - বিষয়ক ধর্মীয় আলোচনা “আপনার মতামত” ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গত ৭ই ডিসেম্বর ২০২৪ শনিবার, বাংলাদেশ হিন্দু মন্দিরে তিথি নক্ষত্র অনুযায়ী পূজা বিষয়ক ধর্মীয় আলোচনা “আপনার মতামত” নামক একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিপুল সংখ্যক প্রবাসী সনাতনীবৃন্দ উপস্থিত হয় এবং তাদের মনের ভাব সেখানে প্রকাশ করেন। এই সভায় তিথি নক্ষত্র অনুযায়ী পূজা সহ আরো ১৩টি বিষয়ের উপর আলোকপাত করা হয়।

যেমন -

১) তিথী অনুযায়ী পূজা করার প্রাসঙ্গিকতা

২) শিশু-কিশোরদের বয়স অনুসারে ধর্মগ্রন্থ রচনা ও পাঠদান

৩) মন্দিরের যথাযথ ব্যবহার (শিশু-কিশোরদের জন্য

             ক. গীতা শিক্ষা, বৈদিক শিক্ষা, আচরণ শিক্ষা ও যোগব্যয়াম

              খ. AFTER SCHOOL PROGRAM

              গ. সংগীত, নৃত্য, ও বাদ্যযন্ত্ৰ শিক্ষা

               ঘ. শিশুদের উপযোগী প্রার্থনা ও প্রতিদিন মন্দির যাওয়ার অভ্যাস

৪) মন্দিরের যথাযথ ব্যবহার (বয়স্কদের জন্য)

            ক. গীতা শিক্ষা, বৈদিক শিক্ষা, আচরণ শিক্ষা ও যোগব্যয়াম

            খ. পুথি পাঠ, রামায়ন পাঠ, ভগবদ পাঠ, কীর্তন

৫) স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা

৬) আইনি বিশেষজ্ঞদের নিয়ে ইমিগ্রেশান, ভায়োলেশান এবং আইনি বিষয়ক আলোচনা

৭) জব সেমিনার

৮) মন্দির সংষ্কার, নতুন মন্দির/হিন্দু সেন্টার স্থাপন এবং ফান্ডগঠন

৯) অসময়ে হল ভাড়া করে পূজা করা থেকে বিরত থাকা

১০) জাতি বর্ণ ও গোত্র প্রথা নিয়ে পর্যালোচনা

১১) মাসিক অগ্রগতি বৈঠক

১২) অন্য ধর্মের ছেলে অথবা মেয়েকে বিয়ে করা বা দেয়ার আগে অবশ্যই হিন্দু ধর্মে দীক্ষা নিতে হবে।

১৩) আয়ের একটি অংশ (যেকোন মাত্রার) অবশ্যই ধর্ম ও সামাজিক কর্ম কান্ডে ব্যয় করা ।

উপরোল্লেখিত বিষয়াদি নিয়ে বক্তারা তাদের ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেন। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন শ্রী জয়দেব গাইন । তিনি তার বক্তব্যে উপরোল্লেখিত ১৩টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন এবং শ্রোতাদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বক্তব্যে অংশ গ্রহণ করেন শ্রী কৃষ্ণেন্দু রুদ্র। তিনি তার বক্তব্যে এই ১৩টি বিষয়ের উপর গুরুত্ব আলোচনা করেন এবং এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি দেন । বাংলাদেশ হিন্দু মন্দিরের প্রধান পুরোহীত শ্রী শংকর পাড়িয়াল, তার বক্তব্যে তিথি অনুয়ায়ী পূজার বিষয় নিয়ে আলোচনা করে বলেন, ভারতবর্ষকে ৪ ভাগে ভাগ করা হয়, পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিন ভারত । পূর্ব ভারতের দুর্গা পূজার সাথে দক্ষিন ভারতের পূজার কোন মিল থাকেনা আবার দক্ষিন ভারতের পূজার সাথে উত্তর ভারতের পূজার কোন মিল নাই । কিন্তু পৃথিবীর সব জায়গায় সন্ধি পূজা একই সময় হয়ে থাকে। গুজরাটে দূর্গা পূজা পালিত হয় ৯ দিন ব্যপি (মহালয়া থেকে শুরু করে নবমী পর্যন্ত) তারা একে নবরাত্রী বলে থাকে। ভারতের পশ্চিম বঙ্গে দূর্গা পূজা পালিত হয় ৫ দিন ব্যাপি যা শুরু হয় ষষ্ঠি পূজা থেকে বিজয়া দশমী পর্যন্ত । এছাড়াও তিনি তার বক্তব্যে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেন । যেমন জাতি, বর্ণ, গোত্র প্রথা সহ স্মৃতি শাস্ত্রে বর্ণিত আছে আয়ের ৫০ শতাংশ নিজের সংসার কাজে, ২০ শতাংশ সঞ্চয় এবং ২০ শতাংশ আত্মীয়-স্বজনদের কাজে এবং ৫ শতাংশ সামাজিক কাছে এবং ৫ শতাংশ ধর্মীয় কাজে খরচ করার বিধান রয়েছে বলে উল্লেখ করেন।

পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন শ্রী জয়দেব গাইন ।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert